
জুলাই৩৬ নিউজ | ঢাকা | ২২ জুলাই ২০২৫,
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা ভবনে বিধ্বস্ত হওয়া বিমানটি প্রশিক্ষণ বিমান নয়, বরং যুদ্ধবিমান ছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে পাঠানো এক বার্তায় আইএসপিআর জানায়:
❝ গতকাল (২১ জুলাই) উত্তরায় বিধ্বস্ত বিমানটি একটি এফটি-৭ বিজিআই মডেলের যুদ্ধবিমান। এটি যুদ্ধে ব্যবহারের উপযোগী হলেও দুর্ঘটনার সময় একটি প্রশিক্ষণ মিশনে অংশ নিচ্ছিল। ❞
তবে তারা স্পষ্ট করে দিয়েছে, এটি শুধুমাত্র প্রশিক্ষণের জন্য তৈরি নয়।
ঘটনার সময়রেখা:
বিমানটি উড্ডয়ন করে: দুপুর ১টা ৬ মিনিটে (কুর্মিটোলা এয়ারবেস থেকে)
দুর্ঘটনা ঘটে: দুপুর ১টা ১৬–১৮ মিনিটের মধ্যে
প্রথমে খবর পায়: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (১:১৮ মিনিটে)
বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল চত্বরে থাকা একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়।
🛑 মৃতের সংখ্যা বেড়ে ২৭
মঙ্গলবার (২২ জুলাই) সকালে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি জানান:
নিহত: ২৭ জন
✅ ১ জন পাইলট
✅ ১ জন নারী শিক্ষক
✅ বাকি ২৫ জন স্কুলের শিক্ষার্থী
🏥 আহত: ৭৮ জন (তাদের বেশিরভাগই শিশু ও কিশোর)
এই ভয়াবহ দুর্ঘটনার পর দেশের বিভিন্ন হাসপাতাল, বিশেষ করে জাতীয় বার্ন ইনস্টিটিউট-এ ভর্তি আছেন আহত শিক্ষার্থীরা। ইতোমধ্যে উদ্ধার কাজে ফায়ার সার্ভিস, বিজিবি, সেনাবাহিনী ও বিমান বাহিনী একযোগে কাজ করেছে।
স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম সকালে হাসপাতালে যান আহতদের দেখতে। শিক্ষার্থীরা মিছিল ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে উত্তরার গোলচত্বরে, ৬ দফা দাবি জানিয়ে।